শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নিউ ইয়র্কে ফার্স্ট লুক উৎসবে অন্যদিন আমন্ত্রিত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

নিউ ইয়র্কের ‘মিউজিয়াম অফ দ্য মুভিং ইমেজ’ আমন্ত্রণ জানিয়েছে কামার আহমাদ সাইমনের নতুন সিনেমা ‘অন্যদিন’কে। প্রতি বছর ‘মিউজিয়াম অফ দ্য মুভিং ইমেজ’ বা মমি ‘ফার্স্ট লুক’ নামে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করে যেখানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় সেইসব নিরীক্ষাধর্মী ফিকশন, নন-ফিকশন, ডকুমেন্টারি, হাইব্রিড বা শর্ট ফিল্মকে যারা সিনেমার পরিচিত শৈল্পিক ফর্মকে বদলে দিতে চায়। নিউ ইয়র্কের শিল্পবোদ্ধাদের নতুন ধাঁচের সিনেমার সাথে পরিচয় করিয়ে দেওয়াই এই উৎসবের উদ্দেশ্য। এবার সেই আয়োজনে বিশ্বের ৩০টি দেশের ৩৮টি সিনেমার মধ্যে আমন্ত্রিত হয়েছে সারা আফরিন প্রযোজিত ও কামার আহমাদ সাইমন পরিচালিত ‘অন্যদিন’। ১৬ মার্চ থেকে ২০ নিউইয়র্কের মমিতে বসবে ফার্স্ট লুকের এই আসর যার উদ্বোধন হবে মার্টিন স্করসিসের নির্বাহী প্রযোজনায় নির্মিত ও ২০২১ সালে কানে ক্যামেরা দ্য’র বিজয়ী ক্রোয়েশিয় সিনেমা ‘মুরিনা’ দিয়ে। উল্লেখ্য গত নভেম্বরে বিশ্বের অন্যতম লিড ফেস্টিভ্যাল আমস্টারডামের ইডফা’র মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল ‘অন্যদিন’। সেখানেই বিশ্বের সবচেয়ে সুন্দর থিয়েটার হিসেবে পরিচিত ‘তুসান্সকি’তে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিলো ‘অন্যদিন’-এর। ইডফা’য় স্বল্পসংখ্যক যে কয়কজন নির্মাতার কাজ নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্ক থেকে আমস্টারডামে এসেছিলেন মমি’র কিউরেটর এবং চলচ্চিত্র সমালোচক এরিক হাইন্স, তার মধ্যে ছিল কামারের ‘অন্যদিন’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন