তিনি নিজেই একজন চলচ্চিত্র নির্মাণে কিংবদন্তী; ‘মালহল্যান্ড ড্রাইভ’, ‘ব্লু ভেলভেট’, দি এলিফ্যান্ট ম্যান’ এবং ‘ইরেজারহেড’-এর মত ফিল্ম পরিচালনা করছেন তিনি। এই সমহিমায় খ্যাত পরিচালক ডেভিড লিঞ্চ (ছবিতে বামে) অভিনয় করবেন স্টিভেন স্পিলবার্গের পরিচালনায় নির্মিতব্য ‘দ্য ফ্যাবেলম্যান্স’ ফিল্মে। দুই পরিচালকই ১৯৭০-এর দশক থেকে চলচ্চিত্র নির্মাণ করছেন আর তাদের দক্ষতা সম্পর্কে বর্ণনা করা বাহুল্য বই কিছু নয়। ভ্যারাইটি সাময়িকী জানিয়েছে, ‘দ্য ফ্যাবেলম্যান্স’ ঠিক বায়োপিক নয়, তবে এটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে স্পিলবার্গের বেড়ে ওঠার ওপর ভিত্তি করে নির্মিত হবে। তাই একে আধা-আত্মকাহিনী বলা চলে। ‘দ্য ফ্যাবেলম্যান্স’ ফিল্মে অভিনয় করবেন মিশেল উইলিয়ামস, সেট রোগেন, পল ডেনো, জুলিয়া বাটার্স এবং গ্যাব্রিয়েল লাবেল (নবাগত)। ধারণা করা হচ্ছে, উইলিয়ামস আর ডেনোর চরিত্র হবে স্পিলবার্গের বাবা ও মায়ের ছায়ায়, আর রোগেনের চরিত্রটি হবে পরিচালকের চাচার অনুপ্রেরণায়, তারা সবাই ফ্যাবেলম্যান্স পরিবারের সদস্য। লাবেল হবেন আগ্রহী তরুণ চলচ্চিত্র নির্মাতা, বাটার্স হবেন তার বোন। লিঞ্চের চরিত্র কী হবে জানা যায়নি। এছাড়া জাড হার্শ, স্যাম রেকনার, ওক্স ফেগলি এবং ক্লোয়ি ইস্ট অভিনয় করবেন। স্পিলবার্গ এবং তার দীর্ঘদিনের সহযোগী টোনি কুশনার চিত্রনাট্য লিখছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন