বিনোদন ডেস্ক : আরিয়ানের সাথে মারিয়ার পরিচয় হয় ফেসবুকে। সেখান থেকে বন্ধুত্ব, প্রেম। অন্যদিকে ফেসবুকের মাধ্যমেই আবিদ নামের এক নাট্যপরিচালকের সাথে পরিচয় হয় মারিয়ার। মিডিয়ায় কাজ করার খুব শখ তার। মারিয়াকে তার কিছু ছবি নিয়ে প্রযোজকের সঙ্গে দেখা করতে বলে আবিদ। উচ্ছ¡সিত হয়ে দেখা করতে যায় সে। মারিয়াকে তারকা বানিয়ে দেয়ার স্বপ্ন দেখায় তারা। এসব থেকে মারিয়াকে দূরে থাকতে বলে আরিয়ান। এ নিয়ে আরিয়ানকে ভুল বোঝে মারিয়া। সে মনে করে আরিয়ান তার ভালো চায় না। একদিন সেই স্বপ্ন দেখানো পরিচালকের কাছে নিজের সর্বস্ব হারায় মারিয়া। নিজের ভুল বুঝতে পেরে আবার আরিয়ানের কাছে ফিরে আসতে চায় সে- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ইট’স এ ফ্যাক্ট’। কাজী ইমরান হাসানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয়, অহনা প্রমুখ। আজ ৪ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন