শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিয়ে করার কথা নিশ্চিত করলেন জেমস ম্যাকঅ্যাভয়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

‘এক্স-মেন’ ও ‘ফিল্থ’খ্যাত হলিউড তারকা জেমস ম্যাকঅ্যাভয় নিশ্চিত করেছেন তিনি লিসা লিবারেটিকে বিয়ে করেছেন। একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাতকারে তিনি এই বিয়ের কথা প্রকাশ করেন। লিবারেটির সঙ্গে তার সাক্ষাত হয় ২০১৬’র ফিল্ম ‘স্পিøট’-এর সেটে। লিবারেটি ছিলেন ফিল্মটিতে পরিচালক মনোজ নাইট শ্যামলনের সহকারী। তাকে সম্প্রতি ফিলাডেলফিয়ার সম্মানসূচক অধিবাসীর দেয়ায় তিনি জানান , ‘হ্যাঁ, এটি আমার দ্বিতীয় বাড়ি।’ অভিনেতা জানান, সংবাদের উপজীব্য হবে বলে তিনি এতদিন বিয়ের কথা প্রকাশ করেননি। তিনি জানান, তার জন্মস্থান স্কটল্যান্ডের গ্লাসগো সবসময় তার হৃদয়ে বিশেষ স্থান নিয়েই থাকবে। ‘এখানেই আমি জন্মেছি, বড় হয়েছি। আমার বাড়ি আর পরিবার আছে সেখানে। আমি নিজেকে গ্লাসওয়েজিয়ান আর লন্ডনার বলে মনে করি একই সঙ্গে,’ তিনি বলেন। এর আগে অভিনেত্রী অ্যান-মারি ডাফের সঙ্গে তার বিয়ে হয়েছিল; তাদের ১১ বছর বয়সী একটি ছেলে আছে। ডাফের সঙ্গে তিনি ‘সেক্স এডুকেশন’ ফিল্ম এবং ‘শেইমলেস’ সিরিজে অভিনয় করেছেন। ৯ বছর ঘর করার পর ২০১৬তে তাদের বিবাহবিচ্ছেদ হয়। ২০১৯-এর হ্যালোউইনে ইনস্টাগ্রামে ম্যাকঅ্যাভয় লিবারেটির সঙ্গে একটি ছবি পোস্ট করলে তাদের সম্পর্ক প্রকাশ পায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন