শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ফাগুন অডিও ভিশন নির্মিত ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে এটিএন বাংলায়। প্রতিবারের মত এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারী আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ভালোবাসার বিশেষ এই পাঁচফোড়ন। গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামের দেলোয়ার-শেলি দম্পতির করা দেশের প্রথম টিউলিপ বাগানে ঘুরতে যাওয়া দুই বন্ধুর আলোচনার ফাঁকে ফাঁকে উপস্থাপন করা হয় এবারের অনুষ্ঠানের বিভিন্ন পর্ব। ফুল ও ভালোবাসা নিয়ে আলোচনায় প্রসঙ্গক্রমেই আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোর্টিং। পাঁচফোড়নের প্রতিটি পর্বেই উপস্থাপনার ঢং ভিন্নরকম যেখানে নির্দিষ্ট কোন উপস্থাপক থাকে না। দেশের বিভিন্ন তারকা শিল্পীরা বিভিন্ন আঙ্গিকে বিষয় ভিত্তিক এই অনুষ্ঠানের উপস্থাপনা করে থাকেন। এবারের পাঁচফোড়নে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা মীর সাব্বির ও সাজু খাদেম। এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ২টি। ‘আমায় মন্দ বলুক লোকে...’ শিরোনামে একটি ভালোবাসার গান পরিবেশন করেছেন সঙ্গীতশিল্পী শুভ্রদেব। গানটির কথা ও সুর শিল্পীর নিজের এবং সঙ্গীতায়োজন করেছেন জে কে মজলিশ। গীতিকার কবির বকুলের কথায় ফাল্গুনের রঙ ছড়ানো আর একটি ভালোবাসার গান গেয়েছেন সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। যশোরের খেজুরের যশ ও ঐতিহ্য রক্ষা এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের কাজি মাওলানা ফারুক হোসেন। এলাকায় যিনি ‘রস কাকা’ নামেই বেশি পরিচিত। তার এই উদ্যোগের উপর রয়েছে একটি সমসাময়িক প্রতিবেদন। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় অবস্থিত সুন্দর ও পরিচ্ছন্ন গ্রাম মদনখালীর উপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। সুন্দর-পরিচ্ছন্ন গ্রামটিকে দেখলে মনে হবে যেন শিল্পীর তুলিতে আঁকা একটি গ্রাম। এলাকার একদল উদ্যমী তরুণের আন্তরিক উদ্যোগেই এমনটি সম্ভব হয়েছে। খাগড়াছড়িতে অবস্থিত ‘ফুলকলি’ নামে একটি হাতির প্রতি মানুষের ভালোবাসা ও আবেগের নিদর্শণ স্বরূপ নির্মিত একটি ব্যতিক্রমী সমাধি সৌধের উপর রয়েছে আর একটি ভালোবাসার প্রতিবেদন। খাগড়াছড়ির সাধারণ মানুষের সঙ্গে ফুলকলি নামের হাতিটির এক ধরণের আত্মীক সম্পর্ক গড়ে উঠেছিলো। পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়ে পাঁচফোড়নে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক, রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ থাকে। এবারও ভালোবাসার উপর বিভিন্ন আঙ্গিকে রয়েছে বেশ কিছু মজাদার নাট্যাংশ। দেশের শীর্ষস্থানীয় অভিনয় শিল্পীরা এতে অভিনয় করেছেন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি, সোমবার-রাত ১০:৫০ মিনিটে। পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে। পাঁচফোড়ন নির্মান করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন