খুলনায় চলতি সপ্তাহে করোনার সংক্রমণ অনেকটা কমেছে। শনাক্তের হার শতকরা ১২ থেকে ১৮ এর মধ্যে উঠানামা করছে। গত ২৪ ঘন্টায় ৫৩৮ টি নমুনা পরীক্ষায় ৭৯ জন শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ১৪ দশমিক ৬৮। আক্রান্তদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৩৫ জন নারী। এ মুহুর্তে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন, আইসিইউতে রয়েছেন ৯ জন।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, শুরু থেকে এ পর্যন্ত খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৮১৫ জন। মারা গেছেন ৭৯৮ জন। সংক্রমণের হার গত এক সপ্তাহে তুলনামূলকভাবে কম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন