নেছারাবাদে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইটি ইট ভাটাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবাশীষ রায়। ইটে মাপে কম দেওয়ার অপরাধে ওই অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে উত্তর ছারছীনা গ্রামের ছারছীনা ব্রিক্স ইট ভাটাকে পনের হাজার টাকা এবং জলাবাড়ী গ্রামের তাসলিমা ইট ভাটাকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা সেনিটারী ইন্সেপেক্টর গাজী মো. হারুন অর রশিদ নেছারাবাদ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
সহকারি পরিচালক দেবাশীষ রায় জানান জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন