রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গোবিন্দগঞ্জে ৮০০ বস্তা সার জব্দ ৩০ হাজার টাকা জরিমানা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে মজুত করা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দিবাগত রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গার ব্যবসায়ী শাহ আলম আকন্দের বাড়ির নিচতলার গোডাউনে অভিযান চালিয়ে এ সার উদ্ধার করা হয়। এ সময় সার ও গোডাউন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই-মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের ওই গোডাউনে গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ-বিন-শফিক এ অভিযান পরিচালনা করেন।
সৈয়দ রেজা-ই-মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে মহিমাগঞ্জ ইউনিয়নে শাহ্ আলম আকন্দের বাড়ির গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাড়ির নীচ তলার গোডাউনে অবৈধভাবে মজুত করা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। সেই সাথে সার আইন ২০০৬ এর ১২ ধারা মোতাবেক শাহ্ আলম আকন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। জব্দকৃত সারগুলো প্রকৃত দরে (প্রতি বস্তা ১০০০ টাকা) কৃষকদের মাঝে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন