ব্রিটিশ শিল্পীদের প্রতি যেন কুইন অফ পপ নামে খ্যাত গায়িকা ম্যাডোনার বিশেষ পক্ষপাত আছে। এই পর্যন্ত তিনি দুজনের ঘর করেছেন এবং ব্রিটিশ স্বামীর সঙ্গে আট বছর ছিলেন। আর এবার ৫৮ বছর বয়সী গায়িকাটি ৪৪ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা ইড্রিস এলবার অন্তরঙ্গ হয়েছেন।
সূত্র জানিয়েছে স¤প্রতি এই দুজনকে লন্ডনের এম রেস্টোরান্টে চুম্বনরত অবস্থায় দেখা গেছে। এর আগে এলবা তার নতুন টিভি শো ‘ইড্রিস এলবা : ফাইটার’-এর জন্য একটি বক্সিং ম্যাচে অংশ নেন।
তারা রেস্তরাঁতে আলাদা পৌঁছেন তবে সেই থেকে আর তাদের আলাদা দেখা যায়নি।
“এর মধ্যে কোনও অস্পষ্টতা ছিল না, লুকোবার কোনও প্রচেষ্টাও দেখা যায়নি। তাদের আচরণ চিল অমার্জিত। তারা পার্টিতে এক ঘণ্টা অবস্থান করে, যুগল নৃত্যে অংশ নেয়, আর পরে চুম্বন করতে দেখা যায় তাদের, এরপর তারা অন্যদের সঙ্গে কুল বিনিময় কর। তারা শুধু নিজেরদের জন্যই সেখানে এসেছিল। বিষয়টি ছিল স্পষ্ট,” এক সূত্র বলেছে।
ম্যাডোনা এর আগে মার্কিন অভিনেতা শন পেন এবং ব্রিটিশ পরিচালক গাই রিচির ঘর করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন