শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

১১ জনকে নিয়ে জায়েদ খানের ডিনার পার্টি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত ১১ জন শিল্পীকে নিয়ে গত বৃহস্পতিবার একটি হোটেলে ডিনার পার্টি দিয়েছেন জায়েদ খান। এ সময় উপস্থিত ছিলেন ডিপজল, অঞ্জনা, সুচরিতা, রোজিনা, আলীরাজ, রুবেল, অরুণা বিশ্বাস, মৌসুমী, আতিকুর রহমান চুন্নু ও জয় চৌধুরী। বিজয়ী ১১ জন ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা ওমর সানিসহ আরো কয়েকজন। ডিনারের আগে নিজেদের মধ্যে সমিতির বর্তমান পরিস্থিতি ও তাদের করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক জয় চৌধুরী। জয় চৌধুরী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আদালত যে রায় দেবে তা মেনে নেব। আমরা শুরু থেকেই ধৈর্য্য ও সহনীয় হয়ে থেকেছি, আগামীতেও সেই ধারা থাকবে। জয় বলেন, নির্বাচনের পরে আমাদের একটা গেট টুগেদার হওয়ার দরকার ছিল। সেটা হয়ে উঠছিল না। সবাই সময় বের করে সেই গেট টুগেদার করলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন