শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপি কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১:৪৮ পিএম

সাম্প্রদায়িক শক্তির সাথে আঁতাত করে দেশের সম্প্রীতি নষ্ট করতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রোববার (২০ ফেব্রুয়ারি) নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে। বাস পুড়িয়েছে, ভূমি অফিস পুড়িয়েছে। এসবই এখন দলটির কর্মকাণ্ড। বিএনপি দৃশ্যমান কোনো উন্নতি নেই। কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না দলটি।

বিএনপিকে শান্তির ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তির ভাষায় কথা না বললে জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে নাটোর শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সাত বছর পর সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
নাহিদ ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৮ পিএম says : 0
যেই আসুক এসে আপনাদের বিচার আগে করবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন