অভিনেত্রী লিসা হেডনকে অচিরেই ‘দ্য ট্রিপ’ নামে একটি ওয়েব সিরিজে দেখা যাবে। তিনি জানিয়েছেন সিরিজটি শুরু হবার জন্য তিনি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন।
“আমি ‘দ্য ট্রিপ’ ওয়েব সিরিজের অংশ হতে পেরে দারুণ আনন্দিত। এটি বিন্দাসের সঙ্গে আমার প্রথম ফিকশন ওয়েব সিরিজ। গল্পটি ভালো লেগেছে। শুটিং শুরু হবার অপেক্ষায় আছি,” লিসা বলেন।
‘দ্য ট্রিপ’ চার কিশোর বন্ধুর তারুণ্যে পদার্পণের গল্প। তারা এক রোড ট্রিপে যাবার সময় তাদের বন্ধুত্বের স্বরূপ অনুধাবন করে। এটি ট্রিপের আয়োজন করা হয় তাদের এক বান্ধবীর আসন্ন বিয়ে উপলক্ষে। এই যাত্রা শুরু হবার পর থেকে তাদের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয় এবং অনেক ক্ষেত্রে নিজেদেরই তারা আরও ভাল করে চিনতে পারে।
“নামেই বোঝা যায় এটি চারটি মেয়ের গল্প যারা একসঙ্গে ভ্রমণে বের হয়,” অভিনেত্রীটি বলেন। লিসা ‘কুইন’, ‘হাউসফুল থ্রি’ এবং ‘আয়শা’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন।
বিন্দাস চ্যানেলে শোটি ডিসেম্বরে প্রচার করা হবে। তার আগে বিন্দাসের ফেইসবুক পেইজে এটি দেয়া হবে।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন