অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন বলেছেন নিজেদের যতটা সম্ভব আড়াল করে রেখে হলিউডের তারকারা তাদের একান্ত জীবনের গোপনীয় রক্ষা করতে পারে।
“এই জগতেও যে কেউই তাদের একান্ত জীবনের গোপনীয়তা বজায় রেখে চলতে পারে। ধরুন যদি আমি আমার প্রেমিককে নিয়ে রেস্তরাঁয় যাই আমি জানি আমার ছবি তোলা হবে,” চ্যাস্টেইন সি সাময়িকীকে বলেছেন।
“কিন্তু জনসাধারণ যখন আপনার প্রেম ভালবাসার কথা জেনে যায় তখন তারা অনুভব করে এই বিষয়ে প্রশ্ন করা তাদের অধিকারে পরিণত হয়েছে কারণ বিষয়টি আপনি তাদের কাছে প্রচার করেছেন। তার মানে হল তারা আপনার একান্ত জীবনের একটি অংশ হয়ে গেল,” তিনি আরও বলেন।
৩৯ বছর অভিনেত্রীটি তিনি যে চলচ্চিত্রে কাজ করার জন্য সায় দেন সে সম্পর্কেই কথা বলেন। “চলচ্চিত্র নির্মাণ নিয়ে আমার অভিজ্ঞতা হল প্রতিটি ভ‚মিকা আর সেট থেকে কিছু শিখে আর মানুষ হিসেবে সমৃদ্ধ হয়ে আমি তা ত্যাগ করতে চাই। এটাই আমার জন্য একটি চলচ্চিত্রে সায় দেয়ার পূর্বশর্ত : আমি এখান থেকে কী শিখতে পারব আর কেমন অভিজ্ঞতা অর্জন করব,” ‘দ্য মার্শান’ তারকাটি বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন