প্রায় অর্ধযুগ পর আবারও অভিনয় করছেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শুভ্রদেব। আরটিভিতে প্রচাল চলতি ধারাবাহিক আরশিনগরে তিনি অভিনয় করেছেন। নাটকে তাকে সঙ্গীতশিল্পী হিসেবেই দেখা যাবে। নাটকটি লিখেছেন মানস পাল। নির্মাণ করছেন মজিবুল হক খোকন। শুভ্রদেব বলেন, প্রায় আড়াই বছর আগে নাটকটির কাজ করেছিলাম। এটি আমার দ্বিতীয় ধারাবাহিক। আমি গান নিয়েই থাকতে পছন্দ করি। কিন্তু অভিনেতা সাজু খাদেম, মিলনসহ আরও কয়েকজন এমনভাবে ধরলেন যে আবারও অভিনয়ে আসতে হলো। এখানে আমাকে একজন সেলিব্রেটি হিসেবে দেখা যাবে। উল্লেখ্য, শুভ্রদেবকে মাঝেমধ্যে বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করতে দেখা যায়। ১৯৮৯ সালে শুকতারা ধারাবাহিক নাটক দিয়ে অভিনয়ে পা রাখেন তিনি। সর্বশেষ ২০১৬ সালে শ্রাবণ এসেছিলো গান হয়ে একটি টেলিফিল্মে তিনি অভিনয় করেন। এবার অভিনয় করলেন আরশিনগর ধারাবাহিকে। এতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, নাদিয়া আফরিন মিম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, মনিরা মিঠু, তারিক স্বপন, জামিল, মিহি প্রমুখ। এটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহ¯পতিবার রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন