হলিউডের অভিনেতা মরগ্যান ফ্রিম্যান জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে তিনি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানগুলোতে আগ্রহ হারিয়ে ফেলেছেন এবং স্পটলাইট এড়াবার জন্য নিজের বাড়িতে একা সময় কাটান। এই বর্ষীয়ান অভিনেতা তার ক্যারিয়ারে অস্কার এবং গোল্ডেন গ্লোবসহ অগণিত পুরস্কার জয় করেছেন, তিনি ব্যাখ্যা করে বলেন, আমি আর এসব অনুষ্ঠান দেখি না, আর জানিনা তাতে কারা অংশ নেয়। আমি মনোনীত সবগুলো ফিল্মও দেখি না। একধরণের স্বেচ্ছা-নির্বাসনে আছি। আগের মত পুরস্কার অনুষ্ঠানগুলো নিয়ে আর আগ্রহও নেই। সবগুলো নিয়েই। ‘শশ্যাঙ্ক রিডেমশন’ (১৯৯৪) ফিল্মে তিনি কারাগারে অবৈধ মালামাল বিক্রেতা রেডের ভূমিকায় অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। তিনি জানান, রেড চরিত্রে ফিরবেন কীনা তা রহস্যের অন্তরালে রাখাই তার ইচ্ছা। তিনি জানান, ফিল্মটির কেন্দ্রীয় চরিত্র অ্যান্ডির ভূমিকায় অভিনেতা টিম রবিন্সের সঙ্গে এখনও তার যোগাযোগ আছে। এই মাসের প্রথমে তিনি বলেছিলেন, তিনি বিশ্বভ্রমণের জন্য খুব বুড়ো হয়ে গেছেন। তিনি জানান, বাস্তব কারাগার থেকে পলায়ন করা তার পক্ষে কখনও সম্ভব নয়। তিনি বলেন, আমার সেই সাহস নেই। কারাগার থেকে পলায়নের জন্য বিপুল শক্তি আর অধ্যবসায় লাগে, তাই আমি বরং কারাগারেই রয়ে যেতাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন