শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতে ফেরদৌস

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৯ এএম

বছর তিনেক আগে কলকাতার লোকসভার নির্বাচনে বিজেপিবিরোধী একটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করার কারণে চিত্রনায়ক ফেরদৌসকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। এতে তাকে নিয়ে সেখানে নির্মিতব্য বেশ কয়েকটি সিনেমা আটকে যায়। অবশেষে ভারত সরকার তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। এর ফলে আগরতলায় শুরু হওয়া বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করার জন্য গত ২২ ফেব্রুয়ারি তিনি সেখানে গিয়েছেন। এ উৎসবে অংশ নিচ্ছেনতথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এছাড়া সঙ্গীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম, ফকির শাহাবুদ্দীন ও চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন। ভারতে যাওয়ার আগে ফেরদৌস বলেন, অনেক দিন পর আমার দ্বিতীয় বাড়ি যেতে পারছি ভেবে ভালো লাগছে। অনেকগুলো কাজের কথা চূড়ান্ত হয়ে আছে। মোট পাঁচ দিন থাকার ইচ্ছা আছে। আগরতলা, গুয়াহাটি, শিলংসহ আশপাশের কয়েকটি স্থানে যাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন