শিক্ষা সফর অনুষ্ঠিত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভাষা শিক্ষার সংগঠন ঝঅট খধহমঁধমব ঈষঁন-এর বার্ষিক শিক্ষা সফর গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা সফরের অংশ হিসেবে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা, প্রায় দুশ’ বছরের ইতহাস-ঐতিহ্য লালনকারী কালের সাক্ষী মানিকগঞ্জ জেলার বালিয়াটি প্রাসাদ প্রভৃতি স্থান ভ্রমণ করেন। সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল জাবের প্রতিবারের ন্যায় এবারও সফলভাবে শিক্ষা সফর সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সকলকে তাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ শিক্ষা সফর অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। এ শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় বিভিন্ন ঐতিহাসিক ও প্রতœতত্ত্ব স্থাপনার সম্পর্কে বাস্তবিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন, ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাঈম আহসান ইমন।
ষ মাহিন শেখ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন