শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পাঁচ বছর পর অভিনয়ে অনন্যা রুমা

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : একসময় মঞ্চে অভিনয় করতেন অনন্যা রুমা। ‘নাট্য চক্র’র হয়ে তিনি ‘ভদ্দরনোক’, ‘তন্তু খুঁজছে বন্ধু’ নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। এটা ২০০২ থেকে ২০০৪ সালের কথা। তবে তার আগেই তিনি ২০০২ সালে ‘বিনোদিন বিচিত্রা ফটোসুন্দরী’ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন। ছোটপর্দায় প্রথম কোন নাটকে অভিনয় করেছিলেন মনে নেই রুমার। তবে সাইদুল আনাম টুটুলের নির্দেশনায় ‘মরটিন’র বিজ্ঞাপনে প্রথম মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। এরপর ‘ম্যাগি নুডুলস’, ‘কোকোলা নুডুলস’সহ আরো বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। প্রায় পাঁচ বছর আগে লুৎফুন্নাহার মৌসুমীর নির্দেশনায় অনন্যা রুমা ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ‘প্রতি নায়িকা’ টেলিফিল্মে সর্বশেষ অভিনয় করেছিলেন। পাঁচ বছর পর একুশে টিভির ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে অভিনয় করেছেন অনন্যা রুমা। এই ধারাবাহিকটিও নির্মাণ করেছেন লুৎফুন্নাহার মৌসুমী। অনন্যা রুমা বলেন, ‘অনেকদিন পর অভিনয় করেছি। ক্যামেরার সামনে নিজেকে কেমন যেন একটু অপরিচিত লাগছিলো। তবে ইউনিটের সবার উৎসাহে বেশ ভালো লাগে। অভিনেত্রী হবার স্বপ্ন নিয়েই মিডিয়াতে কাজ করতে এসেছিলাম। কিন্তু পরবর্তীতে চ্যানেল আইয়ের সাথে যুক্ত হবার কারণে সেদিকে আর এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। ক্যামেরার পিছনের মানুষই হয়ে গেলাম।’ উল্লেখ্য, অনন্যা রুমা বর্তমানে চ্যানেল আইতে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত। মোস্তফা সরয়ার ফারুকীর ‘চড়–ইভাতি’, আলী ফিদা একরাম তোজোর ‘লাভ ইউ ডেড’, বেলাল আহমেদ’র ‘তরিক আলী হাডারি’ তার অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন