বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো গানের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন সংবাদ পাঠিকা শামীম আরা মুন্নী। প্রথম অ্যালবামটি করছেন রবীন্দ্র সঙ্গীত দিয়ে। আগামী বছরের শুরুতেই অ্যালবামের কাজ শুরু করবেন তিনি। সঙ্গীতায়োজন করবেন কলকাতার দুর্বাদল চট্টোপাধ্যায়। মুন্নী বলেন, ‘দুটি মৌলিক গান করার পর কাছের শুভাকাক্সক্ষীদের কাছ থেকে বেশ উৎসাহ পেয়েছি। তারা আমাকে নিয়মিত গানে থাকার অনুরোধ করেছেন। তাই ভাবলাম অ্যালবাম যেহেতু করবোই রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম দিয়েই শুরু করবো। উল্লেখ্য, শামীম আরা মুন্নী প্রথম মৌলিক গানে কণ্ঠ দেন রিপন খানের সুর সঙ্গীতে মাকে নিয়ে গাওয়া বিশেষ গান ‘ছিলাম আছি হবো যে আমি শুধু তোমারই’। এরপর কিছুদিন আগে তিনি সজীব দামের সুর সঙ্গীতে কণ্ঠ দেন ‘তুমি কী দেখেছো সাগরের ঢেউ’ গানটিতে। দুটি গানেরই মিউজিক ভিডিওর কাজ শুরু করবেন তিনি শিগগিরই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন