শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নের সিনেমা কাজলরেখা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১২:০৯ এএম

নিজের স্বপ্নের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। মৈমনসিংহ গীতিকা ‘কাজলরেখা’র পালা থেকে অনুপ্রাণিত হয়ে এই নামেই সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন তিনি। প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। গিয়াস উদ্দিন সেলিম বলেন, কাজলরেখায় ৫০০ বছর আগের গল্প দেখানো হবে। লোকেশনসহ পুরো আমেজই থাকবে সে সময়কার মতো। মৈমনসিংহ গীতিকায় কাজল রেখার যে পালা, সেখান থেকেই সিনেমার গল্প নেওয়া। সেসময় ৯ বছর বয়স হলেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। গল্পের প্রধান চরিত্র কাজলরেখার বয়স যখন ৯ হয়, তখন থেকেই এক নতুন গল্প তৈরি হয়। তাই দেখা যাবে সিনেমাটিতে। কাজলরেখা’র অন্যান্য চরিত্রে অভিনয় করবেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ আরও অনেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন