বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে অচলাবস্থায় রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এই সমিতি প্রশাসকের অধীনে দীর্ঘদিন ধরে এর কার্যক্রম চলছে। অবশেষে সেই জটিলতা কাটিয়ে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১ মে নির্বাচন তারিখ ধার্য করা হয়েছে। নির্বাচনের জন্য তিন সদস্যের বোর্ড গঠিত হয়েছে। যার চেয়ারম্যান থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। বাকি দুজন সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ও আমিনুল ইসলাম। গত বছরের মার্চ থেকে সমিতিটির প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। তিনি বলেন, আমরা চলচ্চিত্রের এই সংগঠন চলচ্চিত্রের মানুষদের হাতে তুলে দিতে চাই। চলচ্চিত্রকে গতিশীল করতে এর কোনো বিকল্প নেই। আমরা সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচনটির দায়িত্ব পালন করবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন