শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নারীর দক্ষতা ও ক্ষমতায়ন নিয়ে বিজ্ঞাপনচিত্র

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ১২:১৬ এএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। এর আওতায় নারীদের তথ্য প্রযুক্তিতে উন্নয়নে অনুপ্রাণিত করতে নির্মিত হয়েছে বিজ্ঞাপনচিত্র। এটি নির্মাণ করেছেন রিয়াজুল রিজু। এতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নাইরুজ সিফাতকে। টিভিসিটির শুটিং শেষ হয়েছে রাজধানীর উত্তরায়। রিজু জানান, নানা বিষয়ের পাশাপাশি দেশের নারীরা প্রযুক্তিগত কাজ ঘরে বসে করে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারে, উদ্যেক্তা হয়ে নিজেদের বিকশিত এবং দক্ষ করে তুলতে পারে। এ বিষয়টিই বিজ্ঞাপনচিত্রে তুলে ধরা হয়েছে।। সেইসঙ্গে একজন নারীর দক্ষতা বিকাশ ও ক্ষমতায়নে পরিবারের ভূমিকা নিয়েও বার্তা থাকবে। নারী উদ্যোক্তা ও ক্ষমতায়ন বিভাগের কনসেপ্টের উপর বিজ্ঞাপনচিত্রটির চিত্রনাট্য করেছেন লিমন আহমেদ। কারুকাজের ব্যানারে নির্মিত এই বিজ্ঞাপনে নাইরুজ সিফাতের সঙ্গে আরও অভিনয় করেছেন হান্নান শেলী, জিনিয়া জেনি, মেহেদি আকাশ, সি এফ জামান। মেহেদি রনির চিত্রগ্রহণে এতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন আমিনুল ইসলাম শাওন। নাইরুজ সিফাত বলেন, একটি চমৎকার কনসেপ্ট নিয়ে টিভিসিটি নির্মাণ করা হয়েছে। রিয়াজুল রিজু ভাই মেধাবী একজন পরিচালক। তার সঙ্গে সিনেমাতেও কাজের অভিজ্ঞতা হয়েছে। টিভিসিতে কাজ করতে এসে নতুনভাবে তাকে দেখছি। খুব গুছানো কাজ। এখানে আমাকে দর্শক একজন ওয়েব ডিজাইনার চরিত্রে দেখবেন। যে নারী নানা প্রতিবন্ধকতাকে জয় করে একজন উদ্যোক্তা হিসেবে সফল হয়েছে। দেশে নারীর ক্ষমতায়নে ভূমিকা রেখেছে। পরিচালক রিয়াজুল রিজু জানান, শিগগিরই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন টিভি চ্যানেলসহ নানা মাধ্যমে প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন