বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শেখ সাদী খানের জন্মদিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ১২:১৬ এএম

আজ প্রখ্যাত সঙ্গীতজ্ঞ একুশে পদকপ্রাপ্ত শেখ সাদী খানের জন্মদিন। তিনি ৭২ বছরে পা রাখছেন। ঘরোয়াভাবে তার জন্মদিন পালন করা হবে। জন্মদিন নিয়ে শেখ সাদী খান বলেন, ৭২-এ পা দিয়েছি। খুব বেশিদিন হয়তো বাঁচবোনা। এখনো অনেক স্বপ্নপূরণ বাকী। কিছু ভালো কাজ অসম্পূর্ণ রয়েছে। কাজগুলো করার সুযোগ পাচ্ছিনা। কিছু চমৎকার পরিকল্পনা আছে আমার। কাজগুলো করে যেতে পারলে আমাদের সঙ্গীতাঙ্গন আরো সমৃদ্ধ হতো। নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন গানেই বেশি মনোযোগ দেয়। মৌলিক গান সৃষ্টিতে অধিক গুরুত্ব দেয়। উল্লেখ্য, শেখ সাদী খান স্বাধীনতার আগে সাবিনা ইয়াসমিনের বোন ফৌজিয়া খানের গাওয়া ‘যা যারে যারে পাখি’ গানটিতে প্রথম সুর করেন। ১৯৬৮ সালে মোস্তফা কামাল সৈয়দ প্রযোজিত টেলিভিশনের ‘সুর সাগর’ অনুষ্ঠানে শেখ সাদী খানের সুরে গানে কন্ঠ দেন প্রয়াত আব্দুল জব্বার ও আরতি ধর। একই সময়ে এইচএমভি’তে তার সুরে শওকত হায়াত খান ও মৌসুমী কবির চারটি গানে কন্ঠ দেন। ১৯৮০ সালে প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় ‘এখনই সময়’ সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। এই সিনেমায় সাবিনা ইয়াসমিনের কন্ঠে ‘জীবন মানে যন্ত্রনা’, আবিদা সুলতানার কন্ঠে ‘একটা দোলনা যদি’ গান দুটির ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে তার ‘ডাকে পাখি খোল আঁখি’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘আমার মনের আকাশে আজ’, ‘কাল সারারাত ছিলো’, ‘আমার এ দুটি চোখ পাথরতো নয়’, ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায়না’, ‘তুমি রোজ বিকেলে’, ‘আমি চিরকাল প্রেমেরও কাঙ্গাল’ ইত্যাদি জনপ্রিয় গানের সুর করেন। এখন পর্যন্ত ১০৫টিরও বেশি সিনেমায় সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। সুর করেছেন ৮০০০ হাজারেরও বেশি গান। কাজী মোরশেদ পরিচালিত ‘ঘানি’ ও জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায়না’ সিনেমার সঙ্গীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ২০১৮ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন