শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ১:২৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মোসলেহুদ্দীন (৫০) ও আব্দুস সামাদ (৫৮) নামের দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মোসহেলুদ্দীন রাজশাহীর গোদাগাড়ীর মাটিকাটা এলাকার মৃত আলতাব হোসেন ও আব্দুস সামাদ একই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

এপিপি আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৬ সালের মার্চ মাসের ২৬ তারিখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরার টংপাড়া এলাকায় ২০০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করেন ডিবি। পরের দিন জেলা গোয়েন্দা পুলিশের এসআই ওসমান গণী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, এ মামলায় দুই জনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দুইজনকে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন