সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

১. গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি

২. ঝান্ড
৩. পেয়ার মেঁ থোড়া টুইস্ট
৪. বিফোর ইউ ডাই
৫. বাধাই দো

গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি
সঞ্জয় লিলা ভনসালি পরিচালিত জীবনী চলচ্চিত্র। এস হুসাইন জায়েদির ‘দ্য মাফিয়া কুইন অফ মুম্বাই’ অবলম্বনে এটি নির্মিত হয়েছে।
১৯৫০ ও ১৯৬০ দশকে মুম্বাই নগরীর কামাথিপুর নিষিদ্ধ পল্লির পটভূমিতে গঙ্গা নামে এক সাধারণ মেয়ের মাফিয়া সর্দার হয়ে ওঠার কাহিনী এটি। গঙ্গার সঙ্গে প্রতারণা করে তার কথিত প্রেমিক রামনিক (বরুণ কাপুর)। গঙ্গার স্বপ্ন সে বলিউডের নায়িকা হবে। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে বিয়ের করার আশা দেখিয়ে শহরে নিয়ে আসে রামনিক। তাকে কামাথিপুরে বিক্রি করে দেয় ভণ্ড প্রেমিক। সেটিই হয়ে ওঠে তার বাড়ি। বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করতে করতে সে সেই পল্লিতে নেত্রী হয়ে ওঠে তার নাম বদলে প্রথমে হয় গাঙ্গু এবং আরও পরে গাঙ্গুবাঈ। গুজরাটের গ্রাম থেকে আসা গঙ্গা একসময় হয়ে ওঠে মুম্বাইয়ের মাফিয়া রানি। ক্রমে তার রাজনৈতিক শক্তিও বাড়তে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন