শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

উপজেলা পরিষদ জামে মসজিদে চুরি

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ৮:৩১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদে চুরি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাতে ওই চুরি সংঘটিত হয়।

জানা যায়, উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মোখলেছুর রহমান প্রতিদিনের ন্যায় বুধবার রাতে এশার নামাজ পড়ে মসজিদে তালা দিয়ে বাসায় চলে যান। পরে মুয়াজ্জিন ফজরের নামাজের আজান দিতে এসে দেখেন মসজিদের দরজা ও ওয়াল বক্সের তালার রিং কাটা। বক্সে রক্ষিত এমপ্লিফায়ার নেই। তবে চোর চক্র উপজেলা পরিষদের ছাদের উপর দিয়ে ঢুকে মসজিদের দু’তলার গ্রিল কেটে মসজিদের ভিতরে প্রবেশ করে মালামাল নিয়ে যায়।

এবিষয়ে মসজিদের ইমাম মাওলানা মজিবুর রহমান জানান, চুরি যাওয়া ঘটনাটি মসজিদ কমিটিকে অবহিত করা হয়েছে। এমপ্লিফায়ারের অভাবে মসজিদে মাইকে আজান দেয়া বন্ধ রয়েছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান, মসজিদে চুরি যাওয়া ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিশেষ কাজে তিনি এখন ঢাকায় অবস্থান করছেন। সমস্যা সমাধানের বিষয়ে কমিটির সভাপতির সাথে কথা বলবেন।

মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন বলেন, এর আগেও মসজিদে চুরি সংঘটিত হয়েছে। বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। আজান দেওয়ার সমস্যাটি দ্রুত সমাধানের পদক্ষেপ নেয়া হবে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, উপজেলা পরিষদ চত্তরটি সিসি ক্যামেরার আওতাভুক্ত। উপজেলা পরিষদে নিয়মিত নৈশ প্রহরী থাকা সত্বেও চুরির ঘটনাটি কিভাবে ঘটেছে তা বোধগম্য হচ্ছেনা। মসজিদ কমিটির পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন