সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ১২:২৫ পিএম

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’-স্লোগানে প্রতি বছরের মতো এবারও চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে ‘১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০২২’। আজ (৫ মার্চ) থেকে শুক্রবার (১১ মার্চ) পর্যন্ত ঢাকার আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এ উৎসব অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এবারের উৎসবে ঢাকায় ১টি ভেন্যুতেই প্রায় ৩৮টি দেশের ১১৭টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আজকের দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায়, মোট ৪টি প্রদর্শনী হবে।

সম্প্রতি উৎসবটির বিস্তারিত তথ্য জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উৎসবের সব তথ্য লিখিত বক্তব্যে সাংবাদিকদের কাছে তুলে ধরেন উৎসবটির পরিচালক শাহরিয়ার আল মামুন।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি আজ (৫ মার্চ) বিকেল ৪টায় ঢাকার আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উৎসবের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল।

এবারের উৎসবে প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। উৎসবের প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত থাকবে। সিনেমা দেখার জন্য কোনো ধরনের প্রবেশমূল্য না থাকলেও গত বছরের ন্যায় এ বছরও মাস্ক পরিধানকে চলচ্চিত্র উৎসবের টিকিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। উৎসবে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন দেশের নানান স্বাদের চলচ্চিত্র দেখার সুযোগ পাবে। উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের সুবিধার্থে বিনা মূল্যে যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করেছে উৎসব কর্তৃপক্ষ। সব স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের চলচ্চিত্র দেখানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন