শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভাগ্যশ্রীর জুটি হচ্ছেন স্বামী হিমালয় দাসানি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

অনেকে বলে থাকে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ তারকা ভাগ্যশ্রী নিজেই তার ক্যারিয়ারের বারোটা বাজিয়েছিলেন একটা অদ্ভুত শর্ত জুড়ে দিয়ে। ‘ম্যায়নে পেয়ার কিয়া’র ব্যাপক সাফল্যের বেশ কিছুটা পর যখন তার ক্যারিয়ার তুঙ্গ স্পর্শী সেসময় তিনি হিমালয় দাসানিকে অকস্মাৎ বিয়ে করে ফেলেন আর তারপরই যখনই নতুন ফিল্মের অফার পেতেন তখন তিনি শর্ত আরোপ করে দিতেন তার নায়ক হিসেবে হিমালয়কে নিতে হবে নতুবা তার আশা ছাড়তে হবে। এই শর্তে কয়েকটি ফিল্ম করতে পেরেছিলেন তিনি সবগুলোই ভয়াবহ ফ্লপ হয় এবং তার কাছে অফার আসাও কমতে থাকে। একসময় তাকে সংসারেই মনোনিবেশ করতে হয়। এখন ভাগ্যশ্রীর বয়স ৫৩ ছেলে অভিমন্যু দাসানিকে বলিউডে প্রতিষ্ঠিত করার মিশনের পাশাপাশি তিনি নিজেও অভিনয়ে ফিরছেন। তাকে দেখা যাবে স্টার প্লাসের সিরিয়াল ‘স্মার্ট জোড়ি’তে তাও তার স্বামী হিমালয়ের সঙ্গে। জানা গেছে ভাগ্যশ্রী এই সিরিয়ালে মহারাষ্ট্র’র সাংলি রাজ পরিবারের এক সদস্যার ভূমিকায় অভিনয় করবেন। অভিনেত্রী বলেন, এটির কাহিনী খুব আকর্ষণীয়; হিমালয় আর আমি এর কাহিনী পড়ে এতে অংশ নেবার সিদ্ধান্ত নিয়েছি। এর আগেও অনেক অফার পেয়েছি তবে সেগুলো আকর্ষণ করেনি। তিনি আরও বলেন, এছাড়া স্টার প্লাসের সঙ্গে সংশ্লিষ্ট হতে পেরেও ভাল লাগছে। এই চ্যানেল এ পর্যন্ত অনেক অনুপ্রেরণাদায়ক, ভিন্নধর্মী এবং জনপ্রিয় অনুষ্ঠান উপহার দিতে পেরেছে। আমার কাজ দর্শকদের উপহার দেবার জন্য তর সইছে না। ফ্রেমস প্রডাকশন্স ‘স্মার্ট জোড়ি’ প্রযোজনা করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন