শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পুরনো গান নতুন করে গাইবেন ডলি সায়ন্তনী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

শ্রোতাপ্রিয় ডলি সায়ন্তনী শ্রোতাদের অনুরোধে তার গাওয়া বেশ কিছু জনপ্রিয় গান নতুন করে প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন। ডলি জানান, তার ফ্যান পেজ-এ প্রতিনিয়তই তার পুরোনো গান নতুন করে গেয়ে প্রকাশের জন্য অনুরোধ করছেন। ভক্তদেরর অনুরোধে আমার গাওয়া বহু পুরোনো কিছু গান নতুন করে গাইব। এর মধ্যে রয়েছে, ‘পৃথিবীর সব সুখ’,‘ বিরহী প্রহর’, ‘নয়নে নয়ন রাখিয়া’, ‘এখনো তোমায় ভেবে’সহ আরো বেশ কিছু গান। গানগুলোর নতুন ভার্সন শ্রোতাদের সামনে উপস্থাপন করব। তিনি বলেন, ভক্তদের কারণেই আমি আজকের ডলি সায়ন্তনী। তাদের ভালোবাসাই আমাকে আজকের এ পর্যায়ে নিয়ে এসেছে। তাদের জন্য না হয় পুরোনো গানগুলো নতুন করে গাইলাম। এদিকে আবার স্টেজ শো’তে ব্যস্ত হয়ে উঠেছেন ডলি সায়ন্তনী। ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় স্টেজ শো করেছেন। ডলি বলেন, ‘সঙ্গীতজীবনের শুরু থেকে আজ পর্যন্ত স্টেজ-এ গান গাইতে গিয়ে একই রকম সাড়া পাচ্ছি। যতবার স্টেজ-এ মাইক্রোফোন হাতে নিয়েছি, ততবারই দর্শক আমাকে ভীষণ অনুপ্রেরণা দিয়েছেন। স্টেজ-এ দর্শকের এ উৎসাহে একজন শিল্পী গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমার ক্ষেত্রে সবসময়ই তা হয়। এটা আল্লাহ’র অশেষ রহমত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন