শপথ নিলেন কোর্ট থেকে রায় পাওয়া শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। গত শুক্রবার এফিডিসিতে জায়েদ খান ও তার প্যানেল থেকে নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সুচরিতা, অরুণা বিশ্বাস, জয় চৌধুরী শপথ নেন। নির্বাচিত অন্যরা ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি। তাদের শপথ পড়ান নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। হাইকোর্ট গত মঙ্গলবার জায়েদ খানকে সাধারণ স¤পাদক ঘোষণা দিয়ে রায় প্রকাশ করেছে। সেই রায়ের প্রেক্ষিতে জায়েদ খান সাধারণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন। তবে শপথের আগে জায়েদের পক্ষে হাইকোর্টের রায়ের কাগজ দেখতে চান ইলিয়াস কাঞ্চন। জায়েদ রায়ের কপি প্রদান করলে তিনি শপথ পড়ান। ইলিয়াস কাঞ্চন বলেন, জায়েদ আমাকে তার উকিলের প্যাডে মামলার রায়ের একটা কপি দেখিয়েছিলো। আমি তাকে রায়ের সার্টিফাইড কপি দেখাতে বলি। সে তা দেখিয়েছে, তাই আমি তাকে শপথ পড়িয়েছি। উল্লেখ্য, এর আগে গত ৬ ফেব্রুয়ারি সাধারণ স¤পাদক পদে নিপুণকে শপথ পড়িয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। এ ব্যাপারে তিনি বলেন, আগেরটাও বৈধ ছিলো। তাই তাকে শপথ পড়িয়েছিলাম। এখন যেহেতু কোর্টের রায় হয়েছে তাই এটাও মানতে হচ্ছে। আইন অমান্য করার উপায় নেই। বাকি যারা এখনো শপথ নেননি তাদের স¤পর্কে কাঞ্চন জানান, শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী শপথ বাধ্যতামূলক নয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন