শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘জামাই রাজা’তে সারা আরফিন খান

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জিটিভির ‘জামাই রাজা’ সিরিয়ালের কাস্টে অন্তর্ভুক্ত হয়েছেন অভিনেত্রী সারা আরফিন খান। সারা স্টার প্লাসের ‘ঢুন্ড লেগি মানজিল হামেঁ’তে অভিনয় করে খ্যাতি পেয়েছেন। সিরিয়াল তিনি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন (নভেম্বর ২০১০ থেকে অক্টোবর ২০১১)।
সূত্র জানিয়েছেন, সারা ‘জামাই রাজা’তে সমান্তরাল প্রধান ভ‚মিকায় অভিনয় করবেন। শাইনি জোশি রূপায়িত মাহি এক দুর্ঘটনায় পড়বে। এরপর তার প্লাস্টিক সার্জারি হবে এবং এই পরিবর্তিত রূপেই সারা আসবেন।
প্লটে অবশ্য আরো নাটকীয়তা আছে যা ক্রমে স্পষ্ট হবে। গুজব রটেছে সারা আসলে শাইনির স্থলাভিষিক্ত হচ্ছেন। আসলে তিনি বিদায় নিচ্ছেন না। বরং সত্য (রবি দুবে অভিনীত) তাকে লুকিয়ে রাখবে এবং তারা মৌলি গাঙ্গুলী রূপায়িত পায়েলের রহস্য উদঘাটন করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন