স্টাফ রিপোর্টার : বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল ‘আমি তোমার হতে চাই’ চলচ্চিত্রটি। এটি লাইভ টেকনোলজিসের প্রথম ছবি। পরিচালনা করেছেন অনন্য মামুন। একজন গ্যাংস্টারের জীবন বদলে যাওয়ার কাহিনী নিয়ে এগিয়েছে সিনেমাটি। অভিনয় করেছেন বাপ্পী, মীম, জন, মিশা সওদাগর, দীপালী প্রমুখ। ছবির সঙ্গীত আয়োজন করেছেন হাবিব ওয়াহীদ, শফিক তুহিন, আহম্মেদ হুমায়ূন, নাভেদ পারভেজ প্রমুখ। কণ্ঠ দিয়েছেন হাবিব, মমতাজ, রশ্নি, অ্যাসকিং। একটি আইটেম গানে পারফর্ম করেছেন ভারতের রাখি সাওয়ান্ত। কিছুদিনের মধ্যেই ছবিটি মুক্তি দেয়া হবে বলে প্রযোজক সূত্রে প্রকাশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন