শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জিপি মিউজিকে জেফারের প্রথম গাওয়া গান জাজ

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশে ইউটিউবে তারকাদের পথপ্রদর্শক এবং ডিজিটাল দুনিয়ার জনপ্রিয় নাম জেফার সম্প্রতি গ্রামীণফোনের মিউজিক প্ল্যাটফর্ম জিপি মিউজিকের মাধ্যমে ‘জজ’ নামের একটি গান প্রকাশ করেছে। গানটি লিখেছেন নাগিব হক, তার জাদুঘর লেবেল থেকে। গত চার বছর ধরে জেফার বিভিন্ন জনপ্রিয় গান নিজে গেয়ে সেগুলো তার নিজস্ব ইউটিউব চ্যানেলে পোস্ট করে আসছেন। তার চ্যানেলটি মিউজিক্যাল চ্যানেল হিসেবে বেশ সুনাম অর্জন করেছে। এখন পর্যন্ত তার গাওয়া গানগুলোর মধ্যে সেরা হচ্ছে ইমাজিন ড্রাগন্সের রেডিওঅ্যাকটিভ, মাইকেল জ্যাকসনের ডার্টি ডায়ানা এবং জেমস বন্ডের স্কাইফল মুভির সাউন্ডট্র্যাক। এত বছর ধরে অন্যদের গাওয়া জনপ্রিয় গান গাওয়ার পর এখন তিনি নিজের অরিজিনাল গান ‘জাজ’ রিলিজ করেছেন। বেশ সময় ধরেই নাগিব্যান্ড জেফার এই গানটি নিয়ে কাজ করছিল এবং গানটির মিউজিক ভিডিও তার ‘জেফার’সইউটিউব’ চ্যানেলেও প্রকাশ করা হয়েছে। সমাজে এমন অনেক মানুষ আছে যারা অন্যের কাজের বিচার করে নিজেদের অবস্থান বিবেচনা না করেই-এ বিষয়টিকে প্রতিপাদ্য করে গানটি তৈরি করা হয়েছে। উঠতি এই শিল্পীর একক অ্যালবাম ‘আনকেজড’ নাগিব হওকের প্রযোজনায় জাদুঘর প্রকাশনা থেকে শীঘ্রই মুক্তি পাবে। জেফারের প্রথম গান ‘জাজ’-এর অডিও ট্র্যাক পাওয়া যাবে শুধুমাত্র জিপি মিউজিকে। এছাড়া জেফারের ইউটিউব চ্যানেলে দেখা যাবে ‘জাজ’-এর মিউজিক ভিডিওটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন