শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বইমেলায় অভিনেত্রী শানুর উপন্যাসের বেশ কাটতি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

শানারেই দেবী শানু অভিনেত্রীর পাশাপাশি একজন লেখক হিসেবেও পরিচিতি পেয়েছেন। বিগত কয়েক বছর ধরে একুশে বইমেলায় তার নিয়মিত গ্রন্থ প্রকাশিত হচ্ছে। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তার লেখা সাইকোলজিক্যাল থ্রিলার বুক ‘ঘুণ মানুষ’। এটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। ইতোমধ্যে বইটির প্রথম এডিশন শেষ হয়েছে। দ্বিতীয় এডিশন বের হয়েছে। শানু জানান, তার উপন্যাসের প্রথম মুদ্রণ এরইমধ্যে শেষ হয়েছে। তিনি বলেন, চেষ্টা করি প্রতিদিনই একটি নির্দিষ্ট সময়ে স্টলে গিয়ে বসতে। যারা বই কিনছেন তাদের অটোগ্রাফ দিতেও ভীষণ ভালো লাগছে। আবার এবার এমনও হয়েছে যে আমি স্টলে যেতে পারিনি, কিন্তু ঠিকই পাঠক নিজে থেকেই আগ্রহ নিয়ে বই কিনেছেন। এটাই আসলে ভালোলাগার যে পাঠক আগ্রহ নিয়ে বইটি কিনছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে, বা অনেকেই মুঠোফোন নাম্বার সংগ্রহ করে আমার নতুন এই বইটিকে ঘিরে তাদের ভালোলাগার কথা প্রকাশ করছেস। বলা যেতে পারে উপন্যাসটির প্রতিটি অক্ষরে অক্ষরে আমি ভালোবাসা পাচ্ছি। ফলে বইমেলা চলাকালীন সাধারণত নাটকের শুটিং রাখিনা। বইমেলা’তে যেতেই আমার বেশি ভালো লাগে। শানুর লেখা অন্যান্য উপন্যাসগুলো হচ্ছে ‘একলা আকাশ’, ‘লিপস্টিক’, ‘ইতি মেঘ বালক’ ও ‘আমার একটা তুই চাই’। শানু জানান, কলকাতাতেও অভিযান প্রকাশনী থেকে তার ‘আমার একটা তুই চাই’ উপন্যাস প্রকাশিত হয়েছে। এদিকে বিটিভিতে এরইমধ্যে প্রচার শুরু হয়েছে শানু অভিনীত মো: মাহফুজার রহমান রিপন প্রযোজিত ধারাবাহিক নাটক ‘পথের ধারাপাত’র প্রচার। উল্লেখ্য, ২০১৭ সালে বইমেলায় তার প্রথম কবিতার বই ‘নীল ফড়িং কাব্য’ অনন্যা থেকে প্রকাশিত হয়। সে বছরই লেখালেখির স্বীকৃতিস্বরূপ সিটি আনন্দ আলো সাহিত্য’ পুরস্কারে ভূষিত হন। ২০১৯ সালে তাম্রলিপি থেকে প্রথম উপন্যাস ‘একলা আকাশ’ প্রকাশিত হয়। প্রথম শিশুতোষ বই ‘শানারেই তার জাদুর লেইত্রেং’ প্রকাশিত হয়। এর জন্য তিনি মীনা মিডিয়া অ্যাওয়ার্ডে ভূষিত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন