বুবলী ও নবাগত চিত্রনায়ক আদর আজাদ জুটি হয়ে প্রথম অভিনয় করেন ‘তালাশ’ নামে একটি সিনেমায়। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই জুটি আবারও জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন। সাইফ চন্দনের নির্মাণাধীন ‘লোকাল’ নামে একটি সিনেমায় তারা অভিনয় করবেন। ইতোমধ্যে দুজনেই সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ফটোশুটও করেছেন। নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, লোকাল সিনেমাটি পলিটিক্যাল থ্রিলার ধাঁচের একটি গল্প। চিত্রনাট্যে নতুনত্ব রয়েছে। এটুকু করতে পারি সিনেমাটি দর্শকদের ভাল লাগবে। টাইগার মিডিয়া প্রযোজিত সিনেমার গল্পে তুলে ধরা হবে একটি মফস্বল এলাকার চিত্র। সেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। গত ৯ মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এর চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন