শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অরুণা বিশ্বাসের পাশে দাঁড়ালেন নাঈম ও শাবনাজ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ১২:০৮ এএম

সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাসকে নিয়ে এক ভিডিও কন্টেন্টে ব্যক্তিগত আক্রমণ করে মন্তব্য করেন। এর জেরে তার বিরুদ্ধে জিডি করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। মামলা করার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। মালেক আফসারীর এমন মন্তব্যে চলচ্চিত্র শিল্পীদের অনেকেই ক্ষুদ্ধ হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন ওমর সানি। এবার অরুণা বিশ্বাসের পাশে দাঁড়ালেন নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। নাঈম-শাবনাজ ফেইসবুক পেইজে অরুণা বিশ্বাসের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, একজন শিল্পীকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা মানেই হলো পুরো শিল্পী পরিবারকে আক্রমণ করা। আমাদের সবার প্রিয় শিল্পী অরুণা বিশ্বাস দিদিকে একজন পরিচালকের ব্যক্তিগত আক্রমণের তীব্র প্রতিবাদ জানাই। শিল্পী এবং পরিচালক একই পরিবারের। একজনকে ছোট করে, অসম্মান করে কেউই আলাদাভাবে বড় হতে পারেন না। তাই আসুন পর¯পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে আগামীর পথে আমরা এগিয়ে চলি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন