শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নিয়মিত শরীর চর্চা করছেন দিঘী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ১২:০৮ এএম

এ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি নিজেকে ফিট রাখতে নিয়মিত জিম করছেন। সপ্তাহ খানেক আগে একটি জিমে ভর্তি হয়েছেন তিনি। ট্রেনারের পরামর্শ অনুযায়ী, নিয়মিত শরীরচর্চা করছেন, মেনে চলছেন ডায়েট। শরীর মুটিয়ে যাওয়ায় প্রায়শই তাকে কথা শুনতে হয়। তাই নিজেকে স্লিম রাখতে নিয়মিত জিম করছেন। স্লিম না হওয়া পর্যন্ত নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাবেন বলে জানান দিঘী। দিঘী বলেন, মানুষের অনেক কথাই শুনতে হয়েছে। অবশ্য তারা আমাকে পছন্দ করে বলেই এমনটা বলেছে। সেজন্য এবার শরীরচর্চায় মন দিয়েছি। নিয়মিত শরীরচর্চা করলে মন ভালো থাকে। প্রতিদিন দুই থেকে আড়াই ঘণ্টা জিমে সময় দিচ্ছি। বেশ সুফল পাচ্ছি। তিনি বলেন, শরীরচর্চাও চমকের একটি অংশ। উল্লেখ্য, গত বছর শিশু শিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন দীঘি। তার অভিনীত তুমি আছো তুমি নেই ও টুঙ্গিপাড়ার মিয়াভাই সিনেমা দুটি মুক্তি পেয়েছে। জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক বঙ্গবন্ধুতেও তাকে দেখা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন