মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ব্রাহ্মণ পাইকাশ গ্রামে জামে মসজিদ সংলগ্ন রাস্তার পাশে ডোবা থেকে মরদেহ ২টি উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। এখনও লাশের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহ্মণ পাইকাশার মসজিদের সামনে কোলাপাড়া রাস্তার দক্ষিণ পাশে ডোবায় লাশ দেখতে পায় তারা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রিন্টের সেলোয়ার কামিজ পরিহিত ২৪-২৫ বছরের এক নারীসহ লাল রংয়ের গেঞ্জি পড়া দেড় বছরের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেন।
এ সময় লাশের দেহে লেপ মোড়ানো ছিল। শিশুটি মহিলার কন্যা সন্তান হবে এমনটাই মনে করছেন এলাকাবাসী। বিকাল সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে মা ও কন্যা শিশুটিকে দূরে কোথাও হত্যা করে এখানে এনে ফেলা গেছে। লাশ ২টির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন