শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্যামেলা অ্যান্ডারসনের ব্রডওয়ে অভিষেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

জনপ্রিয় মিউজিকাল ‘শিকাগো’র রক্সি হার্ট চরিত্রটি দিয়ে ব্রডওয়েতে অভিষেক হতে যাচ্ছে হলিউডের অভিনেত্রী প্যামেলা অ্যান্ডারসনের। গীতিনাট্যটির প্রযোজক জানিয়েছে এই বসন্তেই তাকে মঞ্চে দেখা যাবে। ‘বেওয়াচ’ এবং ‘হোম ইমপ্রুভমেন্ট’ তারকা ১২ এপ্রিল ব্রডওয়ের অ্যাম্বাসেডর থিয়েটারে পারফর্ম করা শুরু করবেন। আট সপ্তাহ পর ৫ জুন তার দায়িত্ব শেষ হবে। প্যামেলা বলেন, আমি বব ফসি (নাট্যকার) এবং গোয়েন ভের্ডনের (মূল অভিনেত্রী) বড় ভক্ত; অ্যান রেনকিংয়েরও (ভের্ডনের পরের পারফর্মার)। রক্সি হার্টের ভূমিকায় অভিনয় স্বপ্ন পূরণ। বর্তমানে প্যামেলা এবং টমি লি’র সেক্সটেপ কেলেঙ্কারি নিয়ে ওয়েব সিরিজ ‘প্যাম অ্যান্ড টমি’ সিরিজটি স্ট্রিমিং হচ্ছে; অভিনয় করেছেন লিলি জেমস এবং সেবাস্টিয়ান স্ট্যান। “ফসি’র ভূমিকায় অভিনয় করার জন্য ভাবতে হয় না। নাচা, গাওয়া আর ভাবা একসঙ্গে করা যায় না। এখনেই কাজ করার স্বাধীনতা। রক্সি হার্ট আমার জন্য মুক্তির এক উপায়।” কিছুদিন আগে ‘শিকাগো’ মঞ্চায়নের ২৫ বছর পূর্তি হয়েছে। ১৯৯৭ সালে নাটকটি সাতটি টোনি পুরস্কার জয় করে। এদিকে দুই সপ্তাহ আগে নেটফ্লিক্স অভিনেত্রীকে নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে। রায়েন হোয়াইটের পরিচালনায় এতে ‘আসল কাহিনী’ বর্ণিত হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন