শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভিলেনের ভূমিকায় ববি দেওলকে গ্রহণ করতে পারেননি বাবা ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

এমএক্স প্লেয়ার স্ট্রিমিং সার্ভিসের সিরিজ ‘আশ্রম’-এ ববি দেওল সফল অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন। সিরিজে ববি একজন ভন্ড গুরুর ভূমিকায় অভিনয় করেছেন। এমন খল ভূমিকায় তাকে গ্রহণ করতে পারেননি তার বাবা ধর্মেন্দ্র, আর তার মা তো পারেনইনি। এক সাক্ষাতকারে ববি জানান, ঠিক কোন ফিল্মটি মনে নেই তবে তার বাবার একটি ফিল্মের বিশেষ স্ক্রিনিং দেখার পর তার দাদি তার বাবাকে এমন চরিত্র করার জন্য বকেছিলেন। “বাবার সঙ্গে ‘আশ্রম’ স্ট্রিমিং হবার পর আমার দেখা হয়, আমি বললাম, ‘বাবা আপনি দেখেছেন?’ বাবা বলেছিলেন, ‘বেটা, আমি তোকে এমন রূপে দেখতে চাইছিলাম না। আমি বুঝি তুই অভিনেতা, আমিও ভিন্ন ভিন্ন চরিত্র করতে চাইতাম।” তারপর ধর্মেন্দ্র তাকে বলেন, আধাআধি দেখে হল ছেড়ে মা বেরিয়ে যান, বাড়ি গিয়ে আমাকে ধমকে বলেন, কেন আমি এমন চরিত্র করেছি। ববি বলেন, কোনও মা তার ছেলেকে ভিলেনের বেশে দেখতে পারে না। তার মা প্রকাশও পারেননি। তিনি ‘আশ্রম’ ঠিক উপভোগ করেননি। তিনি ববিকে রাগত সুরে বলেন, ‘হায় হায়, তুই এমন চরিত্র করেছিস? জিফাইভের ‘লাভ হস্টেল’এই ববি এক খুনে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন। শঙ্কর রামন ফিল্মটি পরিচালনা করেছেন; আরও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা এবং বিক্রান্ত মাসসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন