শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন ধারাবাহিক নাটক শারীরিক শিক্ষা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

আজ থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘শারীরিক শিক্ষা’। খায়রুল পাপনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মারজুক রাসেল, নিশাত প্রিয়ম, নাদিয়া মীম, মুকিত জাকারিয়া, তানজিম অনিক, সহিদ-উন-নবী, সায়েম সালেক, অপু, আনোয়ার, হারুন রশীদ, আইরিন আফরোজ, সাদিয়া তানজিন, আফ্রি সেলিনা প্রমুখ। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯:৩০ মিনিটে প্রচার হবে নাটকটি। এই ধারাবাহিকের গল্প ব্যায়ামাগারে শারীরিক অনুশীলন করতে আসা কিছু মানুষ, যাদের জীবনের অন্যতম অপরিহার্য বিষয় ‘শারিরীক শিক্ষা’ নিয়ে। নাটকটি সম্পর্কে নির্মাতা খায়রুল পাপন বলেন, মূলত ট্রেন্ডি একটি নাটক এটি। বর্তমান সময়ের দর্শকের চাহিদার কথা বিবেচনা করে কাজটি করেছি। আশা করি, দর্শকরা খুব উপভোগ করবেন নাটকটি। নানা মজার ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া শারিরীক শিক্ষা পরিনত হয় সামাজিক বিজ্ঞানে। মানুষ সামাজিক জীব, মানুষ কখনো একা বাঁচতে পারে না। মানুষে মানুষে মিলে হয় পরিবার। এরপর সমাজ। এই সমাজের জন্য সাস্থ্য সকল সুখের মূল, তার চেয়ে মূল্যবান হয়ে ওঠে মনুষত্ববোধ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন