সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নোয়াখালীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১:১৩ পিএম

তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। এসময় তারা সকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদও জানান।

রোববার সকালে মাইজদী পৌর বাজারের সামনে থেকে একটি মিছিল নিয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে আসে যুবদলের নেতাকর্মীরা। পরে কোর্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্ত করে তারা।

এরআগে জেলার বিভিন্ন স্থান থেকে সকাল থেকে মাইজদী পৌর বাজার এসে একত্রিত হয় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন এ সরকার কর্তৃক দ্রব্যমূল্য বৃদ্ধি করে লুটপাট করছে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। দ্রব্যমূল্যের এই ঊধ্বগতি রোধ করতে না পারলে সরকার ক্ষমতা ছেড়ে দিক সরকার। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে তার মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো আমরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন