শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এনবিসির কমেডি সিরিজে এরিয়েল উইন্টার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

‘মডার্ন ফ্যামিলি’ এনবিসির কমেডি সিরিজ ‘হাংরি’তে গায়িকা-অভিনেত্রী ডেমি লোভাটোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। লোভাটো জানিয়েছেন শিডিউল সাংঘর্ষিক হওয়ার তাকে সিরিজটি ছাড়তে হচ্ছে। লোভাটো তার ম্যানেজার স্কুটার ব্রনের সঙ্গে সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করে আসছিলেন। ডেডলাইন জানিয়েছে, আসছে সপ্তাহে সিরিজটির শুট শুরু হবে। সুজান মার্টিনের কাহিনীতে ‘হাংরি’ ফুড ইস্যুজ গ্রুপের সদস্য একদল তরুণের গল্প যারা বন্ধুত্বের খাতিরে একে অন্যকে খাবার সরবরাহ করে সহায়তা করে। তাদের সবসময়ের চেষ্টা থাকে অন্যকে কীভাবে আরও ভাল খাবার সরবরাহ করতে পারবে। সিরিজের একটি মাত্র পর্ব প্রচারিত হয়েছে, লোভাটো এতে টেডির ভূমিকায় অভিনয় করেছেন। মাল্টি-ক্যামেরা ধারার কমেডিটি পরিচালনা করছেন জেমস বারোজ। অভিনয় করছেন ভ্যালেরি বার্টিনেলি, গ্যাব্রিয়েল ‘ফ্লাফি’ ইগলেসিয়াস, রায়েন ম্যাপার্টলিন, অ্যালেক্স ব্রাইটম্যান, অ্যাশলি ডি কেলি এবং আরও অনেকে। শন হেইজ এবং টড মিলিনার হেজি মিলসের হয় সিরিজটি প্রযোজনা করছেন। ইউনিভার্সাল টেলিভিশন সিরিজটির পরিবেশক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন