শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ’২১ প্রদান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ’২১। ২০২১ সালে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রযুক্তি, বিনোদন, স্বাস্থ্য, আবহাওয়া ও কৃষিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অবদান রাখার জন্য নির্মাতা, অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের ২১ ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়। আইসিটি ডিভিশনের পৃষ্ঠপোষকতা ও নিবেদনে এবার আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তার পক্ষে পদক গ্রহণ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিল স্ন্যাককিপার, পাওয়ার্ড বাই ঐক্যডটকমডটবিডি। চ্যানেল আই কার্যালয়ে গত ১১ মার্চ সন্ধ্যায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর অনলাইনে প্রকাশ হওয়া চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ, মিউজিকসহ বিভিন্ন ভিডিওর উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে জুরি বোর্ডের রায়ে নির্বাচিতদের হাতে এ পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার রেনি, চ্যানেল আইর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদ সদস্য জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা, নাট্যজন আতাউর রহমান, দিলারা জামান, সঙ্গীত ব্যাক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ চলচ্চিত্র (ওয়েব) খাচার ভিতর অচিন পাখি; শ্রেষ্ঠ পরিচালক (ওয়েব ফিল্ম) মিজানুর রহমান আরিয়ান (নেটওয়ার্কের বাইরে), শ্রেষ্ঠ অভিনেতা (ওয়েব ফিল্ম) ফজলুর রহমান বাবু (খাচার ভিতর অচিন পাখি), শ্রেষ্ঠ অভিনেত্রী (ওয়েব ফিল্ম) তমা মির্জা (খাচার ভিতর অচিন পাখি), শ্রেষ্ঠ নাট্যকার মারুফ হোসেন সজীব (বিলোপ), শ্রেষ্ঠ নাট্য পরিচালক ভিকি জাহেদ (পূনর্জন্ম), শ্রেষ্ঠ নাট্য অভিনেতা আফরান নিশো (বিলোপ), শ্রেষ্ঠ নাট্য অভিনেত্রী মেহজাবিন (পূনর্জন্ম), শ্রেষ্ঠ ওয়েব সিরিজ উনলৌকিক (দ্বিখ-িত পর্ব), শ্রেষ্ঠ পরিচালক (ওয়েব সিরিজ) আশফাক নিপুন (মহানগর), শ্রেষ্ঠ অভিনেতা ইন্তেখাব দিনার (উনলৌকিক, দ্বিখ-িত); শ্রেষ্ঠ অভিনেত্রী (ওয়েব সিরিজ) তাসনিয়া ফারিন (লেডিস অ্যান্ড জেন্টেলম্যান), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও রাত জাগা পাখি, শ্রেষ্ঠ রাইজিং স্টার (পুরুষ) মোস্তফা মনোয়ার, শ্রেষ্ঠ রাইজিং স্টার (নারী) তাসনিয়া ফারিন। এছাড়া কৃষি আবহাওয়া অধিদপ্তরকে ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন