নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন এলকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে অজ্ঞাত ঐ ব্যক্তি রেললাইন পার হচ্ছিলো। এসময় একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ব্যক্তি প্রতিবন্ধী ছিলো। তিনি দীর্ঘদিন যাবত আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকায় ভিক্ষা করে আসছিলো।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার জামিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায় নি। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন