বিনোদন ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবসে হৃদয় খানের নতুন অ্যালবাম ‘মেয়ে’ প্রকাশ করা হবে। আটটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। ইতোমধ্যে অ্যালবামের ‘ছেড় না’ শিরোনামের একটি গান মোবাইল অ্যাপসে প্রকাশ করেছেন তিনি। শিগগিরই এই গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু করবেন বলে জানান হৃদয় খান। উল্লেখ্য, ২০০৮ সালে হৃদয় খানের প্রথম অ্যালবাম ‘হৃদয় মিক্স'’ প্রকাশিত হয়। সেই সময় অ্যালবামের গানগুলো দারুণ শ্রোতাপ্রিয়তা পায়। এছাড়াও তার অন্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘ছোঁয়া’, ‘ভালো লাগে না’, ‘বল না’ প্রভৃতি। এদিকে হৃদয় খান ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। নাটকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচারও হয়েছে। তবে অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছে তার নেই বলে জানান তিনি। কারণ গানই তার প্রিয় জায়গা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন