শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

স্টার মেলোডিজ সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দ্য ডেইলি স্টারের নিয়মিত বাংলা গানের আয়োজন স্টার মেলোডিজ বাংলা নাগরিক গানের ২৫ জন কালজয়ী সুরস্রষ্টার গান নিয়ে বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের পরিবেশনায় সম্প্রতি এক সঙ্গীতসন্ধ্যার আয়োজন করে। দ্য ডেইল স্টার ভবনের এএস মাহমুদ সেমিনার হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শাহীন সামাদ, সুমন চৌধুরী, ফাহিম হোসেন চৌধুরী, লাইসা আহমেদ লিসা ও নাসিমা শাহীন। তাদের পরিবেশিত গানের মধ্যে রয়েছে, তোমারেই করিয়াছি জীবনের ধ্রæবতারা, ঐ মহাসিন্ধুর ওপার থেকে, আমি আকৃতি আধম, কে তুমি বসি নদী তীরে, ভরিয়া পরাণ শুনিতেছি গান, মলয় আসিয়া কয়ে গেছে, এত জল ও কাজল চোখে, তুমি কি এখন দেখিছ স্বপন ইত্যাদি। দ্য ডেইলি স্টারের আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগের স¤পাদক সাদিয়া আফরিন মল্লিক অনুষ্ঠান সঞ্চালনা করেন। ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড ও সিমান্তিক ক্রিয়েটিভ কনসার্ন এই আয়োজনে সহযোগিতা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন