মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ক্রীড়া আদালতেও ফুটবলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ৯:১২ এএম

আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও (সিএএস) রাশিয়ার ফুটবলের ওপর নিষেধাজ্ঞা বহাল। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের কারণে দেশটির ফুটবলের ওপর উয়েফার দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে আদালত। মঙ্গলবার সিএএসের দেওয়া রায়ে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে ফিফা ও উয়েফা।

নিষেধাজ্ঞার ফলে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে ছিটকে যায় রাশিয়ার পুরুষ দল। ২০২২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে থেকে বাদ পড়ে মেয়েদের দল। এরপর গত ৩ মার্চ নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ) জানিয়েছিল, তারা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএএসে আপিল করবে। এই দুই সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণও দাবি করার কথা জানানো হয়েছিল।

সিএএসের এই রায় শুধুমাত্র উয়েফা প্রতিযোগিতার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফিফার নিষেধাজ্ঞা বাতিল করতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। যাতে তারা চলতি মাসের শেষের দিকে হতে যাওয়া বাছাইয়ের প্লে-অফে খেলার সুযোগ পায়। বাছাইয়ের প্লে-অফের সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা ছিল রাশিয়ার। ম্যাচটি রাশিয়া জিতলে সেখানেই ২৯ মার্চ সুইডেন অথবা চেক রিপাবলিকের মুখোমুখি হতো তারা।

ফিফার নিষেধাজ্ঞার আগে তিনটি দলই রাশিয়ার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। দুই প্রতিবেশী দেশের কয়েক সপ্তাহের ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেইনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রে পথে সর্বাত্মক আক্রমণ শুরু করে রুশ বাহিনী। এরপর থেকে একের পর এক রাশিয়ার ক্রীড়া ক্ষেত্রে নেমে আসে নিষেধাজ্ঞা। চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল প্যারিসে সরিয়ে নিয়েছে উয়েফা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন