যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। স্বাধীনতা দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে কর্মসূচিও ঘোষণা করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সভায়, ১৯৭১ সালে ২৭ মার্চ জিয়াউর রহমানের কালুরঘাট বেতার আহ্বানের দিনটিকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রামে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জাতীয় কমিটির চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়।
ইনকিলাব ডেস্ক : যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। স্বাধীনতা দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে কর্মসূচিও ঘোষণা করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সভায়, ১৯৭১ সালে ২৭ মার্চ জিয়াউর রহমানের কালুরঘাট বেতার আহ্বানের দিনটিকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রামে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জাতীয় কমিটির চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন