শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মির্জাপুরে চেইন শপ এম এ সাত্তার সুপার শপের যাত্রা শুরু

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ১২:৫৩ পিএম

মির্জাপুরে চেইন শপ এম. এ সাত্তার সুপার শপ এন্ড ফার্মা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সদরের সমবায় সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চেইন শপের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হারুন অর রশিদ, টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি লায়ন এম শিবলী সাদিক, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম সিকদার প্রমুখ।
এম এ সাত্তার সুপার শপ এন্ড ফার্মার চেয়ারম্যান এম এ সাত্তার জানান মূলত তিনি একজন আমদানী রপ্তানীকারক। ২০০৭ সালে টাঙ্গাইল প্রেসক্লাবের দ্বিতীয় তলায় তিনি নিজের নামে এম এ সাত্তার সুপার শপ এন্ড ফার্মা নামে চেইন শপের যাত্রা শুরু করেন। তারই ধারাবাহিকতায় মির্জাপুর সমবায় সুপার মার্কেটে দ্বিতীয় তলায় ৮ হাজার স্কয়ার ফুট জায়গায় ৫৬ হাজারেরও বেশি দেশী-বিদেশী আইটেমের পণ্য নিয়ে এই শপ শুরু করছেন। ক্রেতারা সুলভ মূল্যে সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত একই ছাদের নীচ মানসম্মত পণ্য কিনতে পারবেন। ৪০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ তাদের সার্বক্ষনিক সেবা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ব্যবসামূখ্য নয় মূলত সেবার মানসিকতা থেকেই তিনি এই চেইন শপ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন